আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন?

ha-mims.world

এই যে গণতন্ত্রের জন্য এত মায়াকান্না,

এই গণতন্ত্র কী?

উত্তর, একটি রাজনৈতিক মতবাদ,

আপনার উত্তর সঠিক।

কিন্তু, এই গণতন্ত্রের সাথে অন্যান্য আরো অনেক রাজনৈতিক মতবাদ এই পৃথিবীতে আছে।

যেমন ধরুন, সমাজবাদ, সাম্যবাদ, সাম্রাজ্যবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরক্ষেতাবাদ ইত্যাদি ইত্যাদি।

ঠিক এমনিভাবে ইসলামেরও একটি নিজস্ব রাজনৈতিক মতাদর্শ আছে। শরীয়তের ভাষায় তা হলো, খিলাফাহ।

এ পর্যন্ত থিউরি ঠিক আছে, তবে আমার প্রশ্ন বা জিজ্ঞাসার জায়গাটা হচ্ছে, গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি গণতন্ত্রের পাশাপাশি কমিউনিজম বা সাম্যবাদের কথা অনায়াসে বলতে পারবেন, কমিউনিস্ট পার্টি করতে পারবেন কোন সমস্যা নেই।

আবার, গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি গণতন্ত্রের পাশাপাশি সমাজবাদ তথা সোশালিজমের কথা প্রচার করতে পারবেন তাতে গণতন্ত্রের কোন ক্ষতি হবে না। ডেমোক্রেসির জাতপাতও ঠিক থাকবে।

একইভাবে জাতীয়তাবাদ তথা ন্যাশনালিজমের কথাও চলবে, দল সংগঠন রাজনীতি সব চলবে, কোন সমস্যা নেই। গণতন্ত্রও তাতে জাত গেলো জাত গেলো বলে চিল্লাবে না।

গণতান্ত্রিক দেশে #ধর্মনিরপেক্ষতাবাদ তথা সেকুলারিজমের চাষ করতেও আপনার কোন অসুবিধা নেই, ডেমোক্রেসি তখন ফুল দিয়ে বরণ করবে।

এই যে গণতন্ত্রের সাথে অন্য আরও যত রাজনৈতিক মতবার বা ইজম আছে সব দিব্যি হাতে হাত ধরে চলতে পারে, কারো কোন জাত যায় না। গলাগলির সম্পর্ক। সবাই সবার অধিকার সচেতন, কারো বিপক্ষে কেউ দাড়াই না।

যদি গণতন্ত্রের সাথে সব চলতে পারে, গনতান্ত্রিক দেশে সব মতবাদের কথা বুক ফুলিয়ে গলা উঁচু করে বলা যায় তবে খি/লা/ফা/হ তথা ইসলামি রাষ্ট্রব্যবস্থার কথা বলা যাবে না কেন?

কখনো ভেবে দেখেছেন, গণতান্ত্রিক দেশে আপনি গণতান্ত্রিক অধিকারে দোহায় দিয়ে #কমিউনিজম, #সেক্যুলারিজম, #ন্যাশনালিজম, #সোশ্যালিজম সব #মতবাদ প্রতিষ্ঠার কথা বলতে পারবেন, সব মতবাদের প্রচার প্রসার করতে পারবেন, এসব মতবাদের পক্ষে শ্লোগান দিতে পারবেন,

কিন্তু, কিন্তু খি/লা/ফা/হ এর কথা বলতে পারবেন না।

আপনি খি/লা/ফা/হ এর প্রচার প্রসার করতে পারবেন না।

আপনি অন্য সকল ইজমের ভিত্তির ওপর দাঁড়িয়ে দিব্যি পলিটিক্স করতে পারবেন কিন্তু, কিন্তু খি/লা/ফা/হ এর আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করতে পারবেন না।

তাহল, তাহলে #গণতন্ত্রের জাত গোল্লায় যাবে। গণতন্ত্রের মান ইজ্জত ধূলোয় মিশে যাবে।

এই সমস্যা কেন? #গণতন্ত্র যদি সবার মতামতকে শ্রদ্ধা করে, সবাইকে সব মতবাদকে সুযোগ তো ইসলামী মতবাদকে কেন দিবে না?

কেন খি/লা/ফা/হ এর কথা বলতে দিবে না?

কেন খি/লা/ফা/হ এর প্রতি এই বিরাজনীতি?

এভাবে কখনো কি ভেবে দেখেছেন?

একটু ভেবে দেখুন।

মনে হয়, এখন আমাদেরও ভাবার সময় এসেছে।

রাজনীতির বিরাজনীতি।

Ha-mim Zubaer

৩.দশ.২৪

Facebook
Twitter
LinkedIn

Leave a Reply