ইসলাম আমাদের ভালোবাসা

https://ha-mims.world/

ইসলাম আমাদের অন্তরে

আমাদের অস্থিমজ্জায়

আমাদের শ্বাস প্রশ্বাসে

আমাদের নিশ্বাসে বিশ্বাসে।

ইসলাম আমাদের আশার আলো

জীবন পথের চলার প্রদীপ

ইসলামে আমাদের আলোকবর্তিকা

ইসলামের জন্য উর্বর এ ব-দ্বীপ।

ইসলাম আমাদের ভালোবাসায়

আমাদের আবেগে উচ্ছাসে

ইসলাম আমাদের কর্মে ও চিন্তায়

আমাদের ভাবনা ও বিশ্বাসে।

ইসলাম আমাদের চেতনায়

আমাদের জীবনে ও মরণে

ইসলাম হৃদয়ের গভীরে

রাখি সদা জাগ্রত স্মরণে।

ইসলাম আমাদের

কুরআন আমাদের

নবী মুহাম্মদ আমাদের

আর রব্ব আমাদের।

এসবের জন্য যদি

বয়ে যায় রক্তনদী

শহীদি মৃত্যু আসে যদি

তাতেও আমি প্রস্তুত নিরবধি।

Ha-mim Zubaer

০২.দশ.২০২

Facebook
Twitter
LinkedIn

Leave a Reply