আজ পবিত্র জুময়ার দিন
আজ সপ্তাহের ঈদের দিন
আজকে মোদের খুশির দিন।
দোয়া কবুলের আজকে দিন
ক্ষমা পাবে সব মুমিন।
খোদার হুকুম পালনের দিন
দলবেঁধে সব মসজিদে যায়
কায়েম করতে খোদার দ্বীন।
খোদার রহম পাবার দিন
নবীর দুরুদ পড়ার দিন
খোদার রহম পাবার দিন।
আজ সকলে মিলেমিশে
গুনাহ থেকে ফিরে এসে
জীবনটাকে গড়ার দিন।
চলো সবে খোদার ঘরে
ধনী-গরীব যাই সকলে
এক কাতারে এক সারিতে
নাই ভেদাভেদ জাত-শ্রেণীতে
নামাজ পড়ব, দোয়া করব
এক খোদাকে স্মরণ করব।
খুশি হবেন আল্লাহ মহান
আরও খুশি হাবিব তাহার
সেই খুশিতে আমরাও খুশি
নেয়ামতে যাবো ডুবি
রহমতে তার কাটব সাঁতার
রহমের শেষ নেই যে তাহার
চল যাব খোদার ঘরে
সময় বাকি নেই যে আর।
অগোছালো শব্দমালা
০৪.দশ.২৪