তোমাকে ভালোবাসি হে আকসা

https://ha-mims.world/

লাখো নবীর স্মৃতিধন্য

আমার প্রথম কিবলা হে আকসা

তোমার জন্য কাঁদি আমি

কাঁদে সদা আমার মন।

তুমি আমার গর্বের প্রতীক

আমার প্রথম কিবলা হে আকসা

মিরাজের সাক্ষী তুমি

বিশ্বনবীর পদধুলী ধন্য।

হযরত ওমর করেছিল বিজয়

আবার উদ্ধার করেছিলো

তোমায় মহাবীর সালাহুদ্দিন

সে এক মহান গৌরবগাঁথা।

ইয়া*হুদ জবে পিষ্ট করে তুমায়

আমার হৃদয় হয় ক্ষত-বিক্ষত

তোমার জন্য জান দিতে চাই

মুক্ত করতে তোমার পবিত্রতা।

ঈসা রুহুল্লাহর পবিত্র হস্তে

মুক্ত তুমি হবে আবার

সেদিন বেশি দূরে নয়

যেদিন ফিরবে তোমার গৌরব।

তোমাকে ছুঁয়ে দেখতে

ব্যকুল আমার এ হৃদয়

তোমাতে যে পাওয়া যায়

হাজার নবীর পবিত্র কদম।

প্রাণাধিক ভালোবাসি তোমায়

তুমি আমার প্রথম কিবলা

মুক্ত হবে তুমি আবার

হবে আজাদ এ কামনায়।

তোমাতে সাজদা করে ধন্য হব

খুঁজব সেথায় আমার নবীর স্পর্শ

নবীর পদধূলী পেয়ে ধন্য তুমি

তাই সদা কাঁদি তোমার জন্য।

০১.দশ.২৪

Facebook
Twitter
LinkedIn

Leave a Reply