তোমার সৃষ্টির মাঝে হারিয়ে যাই বারবার

https://ha-mims.world/

তোমার সৃষ্টির মাঝে
হারিয়ে যাই বারবার,
তোমার সৃষ্টিতে হারিয়ে
তোমাকে আমি
খুঁজে ফিরি বারবার।

হে মহান মালিক আমার
তোমাকে খুঁজে ফিরি
দিশেহারা আমি
মহান তুমি মালিক কাবার।

চাঁদ সুরুজ আর গ্রহ রবি
সব কিছু সৃজন করেছ তুমি
তোমার তরে সাজদাহ করি
সাজদাতে খুঁজি মালিক তোমায়।
(ছবির সৌন্দর্যে মুগ্ধ হয়ে সাগর, বৃক্ষ আর চাঁদের মালিকের শানে কয়েকটি বাক্য)

Facebook
Twitter
LinkedIn

Leave a Reply