প্রিয় হাবিব

তোমাকে দেখিনি আমি দু’চোখে

তবুও ভালোবাসি জীবনের থেকে

অধিক ভালোবাসা যা আছে হৃদয়ে।

শুনেছি তোমার নাম

শুনেছি তোমার গুণগান

শুনেছি তুমি হাবিব খোদার।

আল-আমিন ছিলে তুমি

চির সত্যবাদি তুমি

তুমি চির মহান।

বিশ্ব-মানবতার মুক্তির দূত

মানবজাতির শ্রেষ্ঠ তুমি

তুমি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মহামানব।

আবু বকর, ওমর, উসমান, আলী,

হামজা, খালিদ, শত সহস্র বীর

দিল জান তব তরে।

আমি অভাগা জন্মেছি

তোমার দেশ থেকে বহুদূরে

তোমার ওফাতের বহুকাল পরে।

আজ এ দুঃখে মরি

কেঁদে ভাসাই বুক

যদি পেতাম তোমার দেখা

পেতাম জগতের সেরা সুখ।

আছো তুমি আমার থেকে বহুদূরে

সবুজ গম্বুজের নিচে মদিনার জান্নাতে

সেথা যদি একবার ডেকে নিতে মোরে।

হে প্রিয় হাবিব,

দুচোখে যদিও দেখা না পাই,

স্বপ্নে হলেও দেখা যেন পাই একবার,

ব্যথাতুর হতভাগা উম্মতের এ আর্জি,

কবুল করে ধন্য কর মোরে তুমি আজি।

বদনসীবের কপালে যদি

এটুকুও না হয় নসীব,

কবুল কর আমার ক্ষুদ্র সালাত ও সালাম

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

যখন দেখি কিছু মানবরুপি অমানুষ

চরিত্রে তোমায় দেয় মিথ্যে কলুষ

আমার হৃদয়ে রক্ত ঝরে

মন আমার ব্যথায় মরে

শুধু ভাবি যদি তোমার ইজ্জত রক্ষায়

আমার জীবন হত কুরবান

আমি হতাম চির সৌভাগ্যবান।

Ha-mim Zubaer

৩০.নয়. ২০২4

Facebook
Twitter
LinkedIn

Leave a Reply