আমরা মুসলিম
আমরা ভাই ভাই
একদেহ একপ্রাণ।
ধনী-গরীব
ভেদাভেদ মোদের নাই।
এক আল্লাহ রব্ব মোদের
এক নবী মোদের মুহাম্মাদ
কুরআন মোদের এক কিতাব।
এক কা’বা কিবলা মোদের
এক কালিমা ঈমান মোদের
তাওহীদি সুধা করেছি পান।
আরব-অনারব এক জাতি মোরা
শ্রেণিবিভেদ জাত-পাত মানিনা
আল্লাহ ছাড়া কাউকে করি না ভয়।
সালাতে মোরা দাঁড়াই সারিতে
সংগ্রামের মোরা থাকি একসাথে
লড়াই করি শাহাদাতের শপথে।
উত্তর হতে দক্ষিণে,
পুর্ব থেকে পশ্চিমে
আছে যত মুমিন,
এক হব মোরা যেদিন
ধ্বং হবে সেদিন
আছে যত কাফির বেদীন
ফিরে পাবে আবার জমিন
খোদার দেয়া শ্রেষ্ঠ দ্বীন।
অগোছালো শব্দমালা
০৩.দশ.২৪