সাহাবায়ে কেরাম: সত্যের মাপকাঠি
সাহাবায়ে কেরাম,
নবীর সহযোদ্ধা, নবীর সহচর
তাঁকে ভালোবেসেছেন জীবনভর।
প্রস্তুত সদা জাগ্রত ছিল সারাক্ষণ
সদা যারা ছিল নবীর জন্য কুরবান।
পাহড়সম মজবুত যাদের ঈমান
দ্বীনের জন্য ছিল সদা পেরেশান
যাদের ত্যাগের কথা বলে কুরআন।
যাদের ত্যাগে আমরা পেয়েছি দ্বীন
ইসলামের জন্য সব করেছে বিলীন
তারাই সর্বকালের শ্রেষ্ঠ মুমিন।
সাহাবাগণের প্রশংসা করেছেন
মহান প্রভূ রাব্বুল আলামীন ।
তাঁদের ঈমান প্রবাদতুল্য বলেছে কুরআন
যদি না হয় তাঁদের মত কবুল হবে না
তোমার আমার কারও দ্বীন ঈমান।
ইবাদাতে শ্রেষ্ঠ ছিলেন সবার
তুলনা তাঁদের নেই যে আর।
নবী বলেছেন সাহাবীরা মোর
কেমন যেন আকাশের তারা।
মানলে তাঁদের একজনকে
হারাবে না পথ পথের বাঁকে।
পথ চলো যদি তুমি তাঁদের ছাড়া
শয়তানের পথের পথিক তুমি
চিরকালের মত পথভ্রষ্ট তুমি
ক্ষতিগ্রস্থ তুমি হবে হতচ্ছাড়া।
যদি না মানো সাহাবিকে তুমি
না করো তাঁদের ইজ্জত সম্মান
ছোট করো তাঁদের কর অসম্মান
ধ্বংস হবে শেষ বিচারের বেলা
পাবে না কাউসারের পেয়ালা
ধ্বংস হও তুমি, শয়তানের চেলা।
নবীর সাহাবা, নবীর উত্তরসূরি
নবীর সাহাবা, মোদের জন্য
নবীর পরে সত্যের মাপকাঠি।
অগোছালো শব্দমালা
০৬.দশ.২৪
See insights and ads