আমি খুঁজেছি তোমায়
পূর্ণিমা চাঁদের ঐ সুমিষ্ট জ্যোৎস্নায়
খুঁজেছি তোমায় ফুলের ঐ স্নিগ্ধতায়
খুঁজেছি অসীম সুনীল সাগর-তরঙ্গ মাঝে
হারিয়ে খুঁজিছে আকাশের ঐ নক্ষত্র মাঝে।
তোমাকে খুঁজেছি সবুজ পত্র পল্লবে
খুঁজেছি তোমায় মাশরিক থেকে মাগরিবে
খুঁজেছি আমি পাহাড়ের অটলতায়
খুঁজেছি তোমায় ঝর্ণার কলকল তানে
খুঁজেছি তোমায় পাখির কলকাকলিতে
খুঁজেছি আমি মেঘ হয়ে ঝড়ে পড়া বৃষ্টিতে।
হে মালিক আমার!
তোমাকে আমি খুঁজে ফিরি দিবানিশি
তোমাকে না পেলে হয়ে যাব সর্বনাশী।
খুঁজেছি তোমায় বয়ে চলা ঐ ঝর্ণাধারায়
তোমাকে খুঁজেছি প্রজাপতির ঐযে ডানায়
খুঁজেছি আমি বিস্তীর্ণ সবুজের গালিচায়।
হে রব্ব আমার
খুঁজেছি তোমায় শিশিরভেজা শীতসকালে
খুঁজেছি আমি সন্ধ্যা নামানো বিদায়বিকালে
খুঁজেছি তোমায় দিন পেরিয়ে রাতের অন্ধকারে
খুঁজেছি আমি রাত পেরিয়ে দিনের আগমনী ভোরে
খুঁজেছি তোমাকে আমি সকল নিয়ামতের সাগরে।
অগোছালো শব্দমালা
০৭.দশ.২৪