হে যুবক,
এক বুক ভালবাসা নিয়ে
হৃদয়ভরা আবেগ নিয়ে
অশ্রু ভেজা দুটি আঁখি নিয়ে
কান্নাজড়িত কন্ঠে তোমাকে বলছি
তুমি শোনো।
তোমার ভাই হিসেবে বলছি
তোমার বন্ধু হিসেবে বলছি
তোমার হিতাকাঙ্ক্ষী হিসেবে বলছি
তোমার আমার এক কালিমা
সে কালিমার পরিচয় নিয়ে বলছি
আমার কথা তুমি শোনো।
হে যুবক তোমাকে বলছি
তুমি কি তোমার পরিচয় জানো ?
তুমি আমি আমরা সবাই
কোথা থেকে এসেছি
আবার কোথায় যাব
কে আমাদেরকে এই
পৃথিবীতে পাঠিয়েছেন??
কেনই বা পাঠিয়েছেন ???
কি আমাদের পরিচয় ???
কোথায় আমাদের ঠিকানা???
তুমি কি তা জানো?
হে যুবক তুমি কি কখনো ভেবেছো
কে আমাদেরকে এখানে পাঠালেন
কেন তিনি আমাদেরকে পাঠালেন
এখানে পাঠানোর পিছনে কি তাঁর উদ্দেশ্য
কখনো কি ভেবে দেখেছো এসব?
এইসব ভাবনার প্রয়োজনীয়তা
অনিভব করেছো কখনো কোনদিন?
যদি না করে থাকো
তবে তোমার কদমে
দু হাত রেখে নিবেদন
একটু ভাবো, একটু
জীবনের এই গতিপথে
একটুখানি থামো, একটু
এই গতিপথ বদলাতে হবে
এই উচ্ছৃঙ্খল তরঙ্গ
জীবনের এই উমত্ত ঢেউ
তোমার নয়, এজন্য তুমি নও।
হে বন্ধু! তোমাকে বলছি
তুমি ফিরে এসো
চিরকল্যাণের দিকে
মুক্তি ও সফলতার দিকে
তোমার রবের আহবানে
তোমার নবীর পয়গামে
তোমার শিকড়ের টানে
তুমি আবার ফিরে এসো
চিরসফলতার পথে
জান্নাতের পথে
প্রকৃত সুখ ও শান্তির পথে।
হে যুবক! তুমি ছুটে এসো
তোমার আসল জীবনের টানে
তোমার প্রতি,
এ আমার তপ্ত হৃদয়ের আহবান।
Ha-mim Zubaer
অগোছালো শব্দমালা
০৫.দশ.২৪