এই জমিন আমার
এই দেশ আমার,
এই মাটি আমার।
এই মাটিতে আমি বেড়েছি
আমি এই মাটির সন্তান।
আমি মুসলিম
আমি এই মাটির সন্তান
এই মাটিতে আমি
সাজদা করি রব্বের শানে
এই মাটিতেই থাকব আমি
এই মাটিই হবে আমার গোরস্তান।
এই শস্য ভরা বিস্তীর্ণ মাঠ
মাছে ভরা নদী-নালা খাল -বিল
গাছ-গাছালী ঘেরা গহীন অরণ্য
কৃষকের গোলাভরা ধান
এই সুজলা সুফলা বাংলাদেশ
এইতো আমারই দেশ।
এই বাংলাদেশ
যার আজানের ধ্বনি
ভেসে আসে সুদুর
মক্কা থেকে জানি
এদেশের সবুজ
আমি মদিনার সবুজ
গম্বুজ থেকে আনি
এই পতাকার লাল রঙ
বদর, উহুদ খন্দকের
জীবন্ত প্রতিচ্ছবি।
আমার বাংলাদেশে
আমি বাঁচতে চাই
সাহসের সাথে
ঈমানের সাথে
স্বাধীনতার সাথে
কুরআনের সাথে
কালিমার সাথে
আমার চিরবিশ্বাস
তাওহীদের সাথে
আমার হবে শেষ নিঃশ্বাস।
অগোছালো শব্দমালা
০৪.দশ.২৪