এদেশে পতাকা নিয়ে বেশ হইচই চলছে।
বিশেষত, বিভিন্ন সভা-সমাবেশে ও মিছিল-মিটিংয়ে কালিমাখচিত পতাকা নিয়ে উপস্থিত হওয়া নিয়ে বেশ তুলকালাম হচ্ছে। আজ জুময়ার পর বাইতুল মুকাররম এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। মিছিল থেকে অন্য কাউকে হয়রানি কিংবা গ্রেফতার করা না হলেই কালিমাখচিত পতাকা সাথেই কয়েকজন তরুণকে পুলিশভ্যানে তোলা হয়েছে।
এ বিষয়ে আমার কিছু বলতে মন চাচ্ছে, প্রথম কথা হচ্ছে কালিমাখচিত পতাকা ব্যবহার কি এদেশে নিষিদ্ধ? এর সরল উত্তর হচ্ছে না। তাহলে এই পতাকা নিয়ে এত মাথাব্যাথা কেন?
এদেশে হিদুত্ববাদি ইসকনের গেরুয়া পতাকা উড়ানো যায়, তা নিয়ে শোডাউন করা যায়। কারও কোন আপত্তি দেখিনি। এদেশে কমিউনিস্টদের কাস্তে-হাতুড়িযুক্ত লাল পতাকা বেশ ভালোই দেখা যায়। তা নিয়ে উচ্চবাচ্চ্য শুনিনি। বামপাড়ার সকল রাজনৈতিক কার্যালয়ে, কর্মসূচীতে তো থাকেই। এটা নিয়ে হইচই আমার নজরে আসেনি। এমনকি ৯০ ভাগ মুসলমানের দাবি করা এইদেশে সারা পৃথিবীতে মসজিদের শহর বলে পরিচিত আমাদের রাজধানী ঢাকায় অভিশপ্ত রঙধনু পতাকার শোডাউনও তো দেখেছি।
কোই তা নিয়েও কারো জ্বালা-পোড়া কিংবা জাত উচ্ছন্নে যাওয়ার মত কান্নাকাটি শুনিনি।
যদি এসব পতাকা এদেশে চলে তাহলে কালিমার পতাকায় সমস্যা কোথায়? কালিমার পতাকার ওপর এত ক্ষোভ কেন?
কেউ কেউ অবশ্য ইনিয়ে বিনিয়ে একটা কথা বলতে চাচ্ছেন যে, এই পতাকা আন্তর্জাতিক ও জাতীয়ভাবে নিষিদ্ধ দুটি সংগঠনের পতাকা। এই কথা আবার দু’শ্রেণির লোক বলছেন। এক হচ্ছে, ইসলামবিদ্বেষী শাহবাগি সেক্যুলার বামেরা। আর দ্বিতীয় হচ্ছে, কিছু অতি লিবারেল নামধারি মুসলিম ও ক্ষেত্রবিশেষ মাদরাসায় পড়া ব্যক্তিরা। ১ম দলের সমস্যা পতাকার রঙে না, পতাকায় খচিত থাকা কালিমায়। আর কালিমার পতাকা দেখে তাঁদের এই জ্বলন দেখতে ভালোই লাগছে।
আর দ্বিতীয় দলের সমস্যা কোথায় তা আমার এখনও বোধগম্য নয়, তারা কি ১ম দলকে খুশী করতে চাচ্ছেন কি না তাও আমি নিশ্চিত না।
এবার আসা যাক নিষিদ্ধ সংগঠন যারা কালিমাখচিত পতাকা ব্যবহার করে তাঁদের কথা।
তারা যদি এ দেশের আইন অনুযায়ী নিষিদ্ধ হয় তাহলে তারা প্রকাশ্যে কী করে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত যায়গায় যখন তারা প্রকাশ্যে প্রোগ্রাম করে তখন প্রশাসন কোথায় থাকে?
আর কালিমাখচিত পতাকা তারা ব্যবহার করে বলে কি এ পতাকা এদেশে নিষিদ্ধ হয়ে যাবে? এটা কোন যুক্তিই হতে পারে না। তাহলে তো তারা যে সমস্ত প্রতিষ্ঠানে পড়ে সে সমস্ত প্রতিষ্ঠান আগে বন্ধ করা উচিত।
মনে রাখতে হবে, কালিমাখচিত পতাকা কোন দলের কিংবা কোন সংগঠনের না, এ পতাকা ইসলামের।
এ পতাকা নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের।
এ পতাকা আমাদের ইমানের প্রতীক।
আপামর মুসলিম জনতা, যুবক-তরুণ-বৃদ্ধ সকলেই এ পতাকা ব্যবহার করবে। এ পতাকা আমাদের ঈমানের প্রতীক।
এ দেশে খ্রিস্টানরা ক্রশ ব্যবহার করে তো।
তো আমরা আমাদের ধর্মের কালিমাখচিত পতাকা ব্যবহার করব তাতে কার জ্বলে, কার পুড়ে এতে আমাদের কিচ্ছু আসে যায় না।
এ বিষয়ে খুব শীঘ্রই রাসুল সা. এর পতাকা শিরোনামে আরও কিছু বলব, ইনশাআল্লাহ।
রাজনীতির বিরাজনীতি।
৪.দশ.২৪