হে মালিক আমার! আমি খুঁজেছি তোমায়।

আমি খুঁজেছি তোমায় পূর্ণিমা চাঁদের ঐ সুমিষ্ট জ্যোৎস্নায় খুঁজেছি তোমায় ফুলের ঐ স্নিগ্ধতায় খুঁজেছি দূর আকাশের ঐ নীলিমায় খুঁজেছি অসীম সুনীল সাগর-তরঙ্গ মাঝে হারিয়ে খুঁজিছে আকাশের ঐ নক্ষত্র মাঝে। তোমাকে খুঁজেছি সবুজ পত্র পল্লবে খুঁজেছি তোমায় মাশরিক থেকে মাগরিবে খুঁজেছি আমি পাহাড়ের অটলতায় খুঁজেছি তোমায় ঝর্ণার কলকল তানে খুঁজেছি তোমায় পাখির কলকাকলিতে খুঁজেছি আমি মেঘ […]