
প্রকৃত ইসলাম ও বাহ্যিক ইসলাম
প্রকৃত ইসলাম ও বাহ্যিক ইসলাম হযরত খুবায়েব রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা আপনারা সকলেই শুনেছেন। তাঁকে শুলিকাষ্ঠে চড়ানো হয়েছিলো। চতুর্দিকে তীর বৃষ্টি তাঁকে ঝাঁজরা করে দিয়েছিল । তার শরীর আঘাতে আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে গিয়েছিল। তিনি ধৈর্য ও স্থিরতার দ্বারা প্রতিহত করেছিলেন। এমনকি এ অবস্থায় তাকে বলা হয়েছিল, তুমি কি এ শর্তে