
সাহাবায়ে কেরাম: সত্যের মাপকাঠি
সাহাবায়ে কেরাম: সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম, নবীর সহযোদ্ধা, নবীর সহচর তাঁকে ভালোবেসেছেন জীবনভর। নবীর জন্য বিলিয়ে দিতে জীবন প্রস্তুত সদা জাগ্রত ছিল সারাক্ষণ সদা যারা ছিল নবীর জন্য কুরবান। পাহড়সম মজবুত যাদের ঈমান দ্বীনের জন্য ছিল সদা পেরেশান যাদের ত্যাগের কথা বলে কুরআন। যাদের ত্যাগে আমরা পেয়েছি দ্বীন ইসলামের জন্য