
আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন?
এই যে গণতন্ত্রের জন্য এত মায়াকান্না, এই গণতন্ত্র কী? উত্তর, একটি রাজনৈতিক মতবাদ, আপনার উত্তর সঠিক। কিন্তু, এই গণতন্ত্রের সাথে অন্যান্য আরো অনেক রাজনৈতিক মতবাদ এই পৃথিবীতে আছে। যেমন ধরুন, সমাজবাদ, সাম্যবাদ, সাম্রাজ্যবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরক্ষেতাবাদ ইত্যাদি ইত্যাদি। ঠিক এমনিভাবে ইসলামেরও একটি নিজস্ব রাজনৈতিক মতাদর্শ আছে। শরীয়তের ভাষায় তা হলো, খিলাফাহ।